
শেয়ার করুন
শেয়ার করুন
নাইস পিক নিয়ে হাজির হচ্ছে শেখ ইয়াকুব এটাই তার প্রথম পরিচালনার র্শট ফ্লিম এতো দিন সে ক্ষুদে শিল্পী হিসেবে কাজ করেছে এবারই সে তার পরিচালনায় র্শট ফ্লিম এর কাজ ৮০% শেষ করেছে আর একদিন শুটিং করলইে র্শট ফ্লিম এর কাজ শষে হবে। আশা করা হচ্ছে সামনের কোরবানীতে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বাংলাপ্যাতে রিলিজ দিবে। র্শট ফ্লিম এর গল্পটা এমন যে তারা কিশোর তিন বন্ধু হিমেল ,নাচু ও পাচু । এই তনি বন্ধুর ভিতর এক বন্ধু সব সময় মোবাইল নিয়ে ছবি তুলতে থাকে আর এটা নিয়েই চলে তাদরে ঝগড়া বিবাদ এভাবে দিন চলতে থাকে তাদের একদিন হিমেল আর পাচু রাস্তা দিয়ে হাটা অবস্থায় পড়ে থাকা একটা লাল রং এর মানি ব্যাগ খুঁজে পায় আর এটা নিয়েই তাদের অনকে স্বপ্ন তৈরি হয়। এদিকে নাচু তার বাবার মানি ব্যগ হারিয়ে যায় এই খবর হিমেল ও পাচু পায় শুরু হয় তাদরে ভিতর একটা অপরাধ বোধ । এভাবইে চলতে থাকে গল্পরে রসাত্তক বিষয় গুলো অবশেষ হিমেল ও পাচু জানতে পারে ঐ মানিব্যাগটা নাচুর বাবার না। আনন্দ হাসি আর ক্লামেক্স দিয়ে গল্প চলতে থাকে সাথে থাকে সমাাজের জন্য সুন্দর একটি মেসেজ। শেখ ইয়াকুবের ধারনা সবার ভালো লাগবে। র্শট ফ্লিমটির কাহিনী ,সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনা শেখ ইয়াকুব নিজেই করেছে সাথে হিমেল চরিত্রটি। এছাড়া কোরবানী উপলক্ষ্যে ইউটিউব চ্যানেলে এর জন্য একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছে হিমেল।
Related Articles
Check Also
Close-
ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় পরীমণি
ডিসেম্বর ৮, ২০২০