
শেয়ার করুন
শেয়ার করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মধ্যপাড়ার ইতালি প্রবাসী সুমন আহমেদের উদ্যাগে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ উপলক্ষে দেওয়ান বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম সেলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্যবসায়ী মো. মাসুদ রানা, জুনায়েদ আহমেদ, এমদাদউল্লাহ্, ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল মিয়া ও ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া প্রমুখ।
এসময় হুইল চেয়ার নিতে আসা প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা ও দুপুরের খাবার দেয়া হয়। শারীরিক প্রতিবন্ধীরা জানান, সমাজের বিত্তবানরা প্রতিবন্ধীদের সহায়তায় এভাবে এগিয়ে আসলে তাদের কষ্ট আর থাকবে না।
Related Articles
Check Also
Close-
চট্টগ্রামে ৩টি ইটভাটা উচ্ছেদ, সরকারি ১৫০ একর জমি উদ্ধার
ডিসেম্বর ৮, ২০২০