
শেয়ার করুন
শেয়ার করুন
প্রকাশিত হলো জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর প্রথম পোস্টার। পোস্টারে ওঠে আসা কয়েকটি চরিত্র ও পোস্টারের নকশা-রং নামেরই প্রতিনিধিত্ব করছে।
জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে নির্মিত হয়েছে। সদ্য প্রকাশিত ফার্স্টলুকে তেমনটাই দেখা গেছে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে। যা সদ্য প্রকাশিত পোস্টারে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এর আগে, মুক্তি পায় ছবির ৫০ সেকেন্ডের একটি ফার্স্টলুক। সেখানে স্টেজ কনসার্টের আবহচিত্র তুলে ধরা হয়েছে। ফার্স্টলুকে দেখা যায় দর্শক সারিতে দাঁড়িয়ে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে গানের তালে হাত তালি দিয়ে নাচছেন।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।
উল্লেখ্য, মাত্র ২৩ দিনেই শুটিং সম্পন্ন হয় ছবিটির। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি আগামী ১৭ মার্চ মুক্তির কথা রয়েছে।
Related Articles
Check Also
Close-
ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় পরীমণি
ডিসেম্বর ৮, ২০২০