
শেয়ার করুন
শেয়ার করুন
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টলিউডের চলচ্চিত্র নির্মাতা রাজর্ষি দে’র পরবর্তী ছবিতে দেখা যাবে মিথিলাকে। ছবির নাম ‘মায়া’। ঈদেই আসছে ছবিটি। ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্তক নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ নির্মাণ করছেন পরিচালক রাজর্ষি দে। সেখানেই কাজ করবেন মিথিলা। ১২ জুলাই থেকে কলকাতা ও তার আশপাশে শ্যুটিংয়ের কাজ শুরু হচ্ছে।
মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। অভিনয়শিল্পীদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে।
রাজর্ষি দে বলেছেন, ‘যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এ চরিত্রের জন্য নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য পাঠাই। তিনিও সেটা খুব পছন্দ করেছেন।’
Related Articles
Check Also
Close-
ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় পরীমণি
ডিসেম্বর ৮, ২০২০