সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কোটা ব্যবস্থাকে ‘বৈষম্যমূলক’ আখ্যায়িত করে দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবি জানান।
এসময়, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি রাখা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কারণ,আমরা মুক্তিযুদ্ধ করেছি সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য। আমাদের দাবি, বৈষম্যমূলক এ কোটা পুনর্বহালের আদেশ অতি দ্রুত প্রত্যাহার করা হোক।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলি বলেন, মেধার মূল্যায়ন না করে কোটা পদ্ধতিতে নিয়োগ দিলে অযোগ্যরা চাকরিতে নিয়োগ পাবে। আমাদের মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিক ছিল সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান। আর চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি বাস্তবায়ন সে বৈষম্যকে ইঙ্গিত করে। অতিদ্রুত এ কোটা পুনর্বহালের সিদ্ধান্ত যেন বাতিল করা হয়। নইলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে যেতে বাধ্য হবো। সূত্র: বিডি প্রতিদিন
সম্পাদক : মুহাম্মদ রাজিবুল ইসলাম @ মোবাইল : 01791232299 @ ইমেইল : narailsangbad.news@gmail.com @ ইমেইল :editor.narailsangbad@gmail.com
নড়াইল সংবাদ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত